বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Kaiserganj: ব্রিজভূষণের ছেলেকে কৈসরগঞ্জে প্রার্থী করল বিজেপি

Riya Patra | ০২ মে ২০২৪ ১৯ : ০৬Riya Patra


বীরেন ভট্টাচার্য, নয়া দিল্লি: কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর পরিবর্তে তাঁর ছেলেকে প্রার্থী করল বিজেপি। বাবার আসন কৈসরগঞ্জ থেকেই প্রার্থী করা হয়েছে ব্রিজভূষণ পুত্র করণ ভূষণ সিংকে। কুস্তিগীরদের যৌন হেনস্থার অভিযোগ সামনে আসার পর থেকেই ব্রিজভূষণকে নিয়ে অস্বস্তিতে ছিল বিজেপি। দেশজুড়ে সমালোচনার কারণে তাঁকে আর প্রার্থী করার ঝুঁকি নেয়নি গেরুয়া শিবির।
উত্তরপ্রদেশের কুস্তি ফেডারেশনের সভাপতি পদে রয়েছেন করণ ভূষণ সিং। পাশাপাশি ব্রিজভূষণের বড় ছেলে প্রতীক ভূষণ সিং বিধায়ক। অর্থাৎ ব্রিজভূষণ শরণ সিং নিজে ৬ বারের সাংসদ। পাশাপাশি তাঁর এক ছেলে বিধায়ক এবং এক ছেলে কুস্তি ফেডারেশনের সভাপতি এবং কৈশরগঞ্জের প্রার্থী। এদিন করণ সিং এর নাম ঘোষণার পরেই বিবৃতি জারি করেছে তৃণমূল। দলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ বলেন, "ব্রিজভূষণ শরণ সিং এর ছেলে করণ সিংকে প্রার্থী করা লজ্জাজনক এবং দুঃখজনক। দেশের হয়ে অলিম্পিকে পদকজয়ী মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিং। তাঁর বিরুদ্ধে পক্সো আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে। ফলে সেই ব্রিজভূষণের ছেলেকে প্রার্থী করা প্রক্সি ছাড়া আর কিছুই নয়। এর অর্থ ব্রিজভূষণ শরণ সিং যে অপরাধ করেছেন, তাঁর নিন্দা করার পক্ষে নয় বিজেপি।" তিনি আরও বলেন, "এর দ্বারা প্রমাণিত হল,বিজেপির নারী শক্তি, নারী সম্মান, বেটি বাঁচাও বেটি পড়াওয়ের স্লোগান ফাঁকা, অর্থহীন।" বিজেপির বিরুদ্ধে পরিবারতান্ত্রিক রাজনীতির অভিযোগ তুলে সাগরিকা ঘোষ বলেন, "ব্রিজভূষণের এক ছেলে বিধায়ক, এবার আরেকজনকে লোকসভায় প্রার্থী করা হল। ফলে, কৈশরগঞ্জে প্রভাবশালী হিসেবেই থাকবেন ব্রিজভূষণ শরণ সিং। মুখে বিজেপি পরিবারবাদের বিরোধিতা করলেও, সেই পথেই হাঁটছে বিজেপি।"




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



05 24